অস্কারের অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন উইল স্মিথ

ফিচার বিনোদন
শেয়ার করুন

অবশেষে মোশন পিকচারস অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেছেন আমেরিকান অভিনেতা উইল স্মিথ। সেই সঙ্গে জানিয়েছেন, কর্তৃপক্ষের যে কোনও রকম শাস্তির সিদ্ধান্ত মেনে নিবেন তিনি। গত শুক্রবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে উইল স্মিথ বলেছেন, ‘আমি অ্যাকাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্য মনোনীত প্রার্থী এবং জয়ীদের আনন্দ কররা সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমার আচরণের জন্য যে কোনও রকম সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেব। ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আমার কাজ হতবাক করা, বেদনাদায়ক এবং অমার্জনীয় ছিল। আমি চাই, অ্যাকাডেমি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাক। চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হোক।’

পাশাপাশি তিনি আরও বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাবে। তিনিও চেষ্টা করবেন, ভবিষ্যতে যাতে এমন হিংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখা যায়।

ফিল্ম অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানিয়েছেন, ‘স্মিথের পদত্যাগপত্র গ্রহন করা হয়েছে। আমরা ১৮ এপ্রিলের পরবর্তী নির্ধারিত বোর্ড সভার আগে অ্যাকাডেমির আচরণের মান লঙ্ঘনের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছি।’

এর আগে মাত্র চারজন এইভাবে পদত্যাগ করতে বাধ্য হয়। সেই তালিকায় রয়েছেন হার্ভি উইনস্টেন, রোমান পোলানস্কি, বিল কসবি এবং কারমাইন কারিডি। পঞ্চম ব্যক্তি হিসাবে এই তালিকায় ঢুকে পড়লেন উইল স্মিথ।

প্রসঙ্গত, শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এই বিষয়টি নিয়েই কুরুচিকর কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *