অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে গেলে আমি বুলডোজারের সামনে বসব : মমতার হুশিয়ারি

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে বুলডোজারের সামনে বসে পড়বেন। সরকারি ভবন নবান্ন থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

অমর্ত্য সেনের বিরুদ্ধে তাদের ১৩ ডেসিমেল জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ নিয়ে দু পক্ষে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে।

কয়েকদিন আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ অধ্যাপক অমর্ত্য সেনকে চিঠি পাঠায়। এতে বলা হয়, ওই ১৩ ডেসিম্যাল জমি যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। অমর্ত্য পাল্টা দাবি করেন, ওই জমি তাঁর বাবার আমলের। ওই বাড়ির জমির একটা অংশ বিশ্বভারতীর কাছ থেকে লিজ নেওয়া ও কিছু জমি কেনা। ১৯৪৩ সালে তাঁর বাবা আশুতোষ সেনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই জমি ইজারা দিয়েছিল। সেই জমি তাঁর নামে বীরভূমের বোলপুরের ভূমি দপ্তর থেকে মিউটেশনও করা হয়েছে। সুতরাং অবৈধ দখলের প্রশ্ন নেই। এখন কর্তৃপক্ষ মিথ্যাচার করছে।

এই বিতর্কে প্রথম থেকেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত জানুয়ারি মাসে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তার হাতে জমির যাবতীয় কাগজপত্রও তুলে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এর পরেও অবশ্য নিজেদের অবস্থানে অনড় থেকে জমির দাবি থেকে সরে আসেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী বলেন, এটা উত্তর প্রদেশ, গুজরাট নয়। এটা বাংলা। সংস্কৃতীর পীঠস্থান। আগুন নিয়ে খেলা উচিত নয়। যখন অমর্ত্য সেনের উপরে আক্রমণ করছে রোজ, তখন চুপ করে থাকে কেন? বলছে অমর্ত্য সেনের বাড়িতে নাকি বুলডোজার চালাবে। চালাক, আমি আগে সেখানে গিয়ে বসে থাকব। -নিউজ ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *