ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক ৩০ জুলাই উত্তর মিশরের ভূমধ্যসাগরীয় শহর নিউ আলামিনে অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি জাতীয় মুক্তি আন্দোলনের (ফাতাহ) চেয়ারম্যান মাহমুদ আব্বাস বৈঠকে সভাপতিত্ব করেন।
মাহমুদ আব্বাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্য অর্জনে একটি সংলাপ কমিটি গঠনের প্রস্তাব করেন। বৈঠকের চূড়ান্ত বিবৃতিতে আব্বাস বলেন, আমাদের বৈঠকটি ছিল সংলাপ করার প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা করেন যে, সংলাপ যত দ্রুত সম্ভব প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারবে।
এ বৈঠকের পূর্বেই রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বৈঠকের বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান জানান, কায়রোতে অনুষ্ঠিত বৈঠকটি সফল করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা করা। এছাড়াও ফিলিস্তিনি দলগুলোর ঐক্য গঠন নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, ফিলিস্তিনিদের মধ্যকার ঐক্যের অভাব অশান্তি সৃষ্টিকারীদের (ইসরাইলের) সুযোগ প্রদান করেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর