অবিলম্বে ও নিরপেক্ষভাবে সাংবাদিকের উপর হামলা ও হয়রানির জবাবদিহি করতে হবে: সিপিজে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে সাংবাদিকের উপর হামলার তদন্ত করে দোষীদের জবাবদিহি করার দাবি জানিয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিরপেক্ষভাবে তা করেত অনুেরাধ জনানো হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন সিপিজের ওয়েবসাইটে বুধবার এটি প্রকাশ করা হয়েছে। সিপিজের প্রোগ্রাম পরিচালক কার্লোস মার্টিনেজ ডে লা সার্না বলেন, ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে কমপক্ষে ২৭ জন বাংলাদেশি সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অবশ্যই দ্রুত ও স্বচ্ছ জবাবদিহি করতে হবে।

কার্লোস মার্টিনেজ আবো বলেন, আগামী জানুয়ারির নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে ও নিরাপদে প্রতিবেদন করার অধিকারের প্রতি বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি পুলিশকে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে।

২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে জানুয়ারিতে নির্ধারিত আসন্ন নির্বাচন তদারকি করার দাবি জানিয়েছেন। বিএনপির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে, জবাবে তারা পাথর ও ইট ছুড়ে। সমাবেশের খবর সংগ্রহ করার সময় সাংবাদিকেরা প্রধান বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি পুলিশি হামলার শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *