নির্বাচন কমিশনের দেওয়া শাপলা কলি দলীয় প্রতীক হিসেবে গ্রহণ করছে এনসিপি। রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপি নেতারা একথা জানান।
তফসিলে থাকা ৫০টি প্রতীকের মধ্যে থেকে এনসিপিকে মার্কা বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেয় ইসি। কয়েকবার প্রত্যাখ্যান করার পর আজ তা গ্রহন করেছে দলটি।
এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নতুন সংশোধিত তালিকায় যুক্ত করা শাপলা কলি আমরা মেনে নিয়েছি। সিইসির সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক এবং পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

