অবশেষে দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হলেন নেইমার

খেলাধুলা সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

কাতার বিশ্বকাপের আগে স্বস্তির সংবাদ পেলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। কারণ, তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিলেন স্পেনের প্রসিকিউটরর।

গত ২৮ অক্টোবর, শুক্রবার স্পেনের একটি আদালত ঘোষণা করেন, নেইমারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তুলে নেওয়া হলো।

২০১৩ সালে ব্রাজিলের স্যান্টোস ক্লাব ছেড়ে নেইমার যখন বার্সেলোনায় যোগ দেন তখন চুক্তি নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। নেইমারকে সেই সময় প্রায় ৪৬০ কোটি টাকা দিয়েছিল বার্সেলোনা। তবে ব্রাজিলের সংস্থার অভিযোগ, সেই ট্রান্সফার ফি নাকি ৬৪২ কোটি টাকারও বেশি ছিল।

চুক্তিতে গরমিলের অভিযোগে নেইমারের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় নেইমার, তার বাবা, মা, তাদের পারিবারিক কোম্পানি, স্যান্টোসের সাবেক ম্যানেজার ওদিলিও রদ্রিগেস, বার্সেলোনার তৎকালীন সভাপতি সান্দ্রো রোসেল ও সহ-সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে অভিযুক্ত করা হয়।তবে অভিযোগ উঠার পর থেকেই তা অস্বীকার করে আসছিলেন নেইমার। স্পেনের হাইকোর্টে মামলা খারিজের আবেদনও করেছিলেন।

কিন্তু ব্রাজিলের সেই সংস্থার পক্ষ থেকে নেইমারের পাঁচ বছরের জেল ও ১২০৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। অবশেষে মামলা তুলে নেওয়ায় কাতার বিশ্বকাপের আগে স্বস্তি পেলেন ব্রাজিলের এই তারকা।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *