অন্যের দোষ খোঁজার ফাঁদে পা দেবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। আমাদের আত্মসংযম অনুশীলন করার শক্তি দিন। আমাদেরকে এমন জিনিস থেকে দূরে থাকতে সাহায্য করুন যা আপনাকে অসন্তুষ্ট করে। আমাদের হৃদয় আপনার সাথে সংযুক্ত রাখুন। আমীন।

দুই. প্রতিবার যখন আমরা আঘাত পাই, আমরা অন্যদের দোষারোপ করি। সবসময় অন্য কারোর দোষ খোঁজার ফাঁদে পা দেবেন না। জবাবদিহি করতে শিখুন। আপনার জীবন এবং আপনার নিজের ত্রুটির দায়িত্ব নিন। সর্বশক্তিমান সত্য কী তা জানেন। নিরপরাধকে দোষারোপ করবেন না।

তিন. আপনি জীবনের নিয়ন্ত্রণের বাইরের জিনিস নিয়ে সংগ্রাম করছেন? সংগ্রাম ইবাদতেরই একটি কাজ। সর্বশক্তিমান তাদেরকে ভালবাসেন যারা তাঁর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন। আপনার পরীক্ষা এবং হিসাব নিকাশে রয়েছে প্রজ্ঞা। এসবকে উপহাস করবেন না। এসবের কাছ থেকে শিখুন। তাঁর নিকটবর্তী হতে তা ব্যবহার করুন!

পূনশ্চঃ

এক. উদ্বেগ আপনাকে বেশি দূর নেবে না। আপনি যে বিষয়ে উদ্বিগ্ন হন তার বেশিরভাগই উল্লেখযোগ্য কোন বিষয় নয়। আপনি কোনভাবেই এসবকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটি আপনাকে দেখানোর সর্বশক্তিমানের উপায় যে তিনি সব কিছুর দায়িত্বে আছেন। তাই নিজের সেরা সংস্করণ হওয়ার দিকে মনোনিবেশ করুন। একটি বিশুদ্ধ উদাহরণ এবং রোল মডেলে পরিণত করুন নিজেকে। বাকি কাজটা তাঁর কাছে হস্তান্তর করুন।

দুই. সমাজ দ্বিতীয় সুযোগ নাও দিতে পারে। আপনি যখন ভুল করেন তখন এটি ক্ষমার অযোগ্যও হতে পারে। কিন্তু যখন আপনি তাঁর দিকে ফিরে যান তখন সর্বশক্তিমান সর্বদা আপনাকে একটি নতুন সূচনা দিতে প্রস্তুত । আপনার যা কিছু প্রয়োজন সেটি তাঁর কাছে আছে। আপনার জন্য রয়েছে: নিরাময়, ক্ষমা এবং শান্তি। একটি নব সুচনার জন্য তাকে অন্বেষণ করুন।

তিন. এখন কি চলছে সেটি কোন বিষয় নয়, সব সময় শালীন আচরণ ও চরিত্র বজায় রাখুন। তাদের সমালোচনা করতে দিন, তাদের ক্ষুদ্র বিষয়গুলি নিয়ে থাকতে দিন, তাদের বাজে সব কথা বলতে দিন, আপনি ভাল থাকুন, তারা না হলেও আপনি বিনয়ী হন। বিচার দিনের কথা মনে রাখবেন! প্রতিদানের দিন তারা তাদের পাওনা পরিশোধ করবে।

চার. আপনি একজন মানুষ। আপনাকে সব সময় শক্তিশালী থাকতে হবে এমনটি নয়। আপনাকে ভেঙ্গে পড়তে, দু:খ পেতে, কাঁদতে, নিচে পড়ে যেতে এবং আবার ঘুরে দাঁড়াতে সুযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্রষ্টার সাথে আপনার সংযোগটি হারাবেন না। তাঁর সব কিছু করার যুক্তিযুক্ত কারণ আছে। আপনি এতে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবেন।

পাঁচ. আমরা সকলেই মাঝে মাঝে ব্যর্থ হবার মতো অনুভব করেছি। তবে সেই অনুভূতিতে ডুবে যাবেন না। মনে রাখবেন, আপনি যে যুদ্ধগুলিতে জিতেছেন, যে বিপত্তিগুলি আপনি কাটিয়ে উঠেছেন, আপনি যে পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে গেছেন, সর্বশক্তিমান প্রতিজ্ঞা করেছিলেন যে তার কিছুই শেষ পর্যন্ত স্থায়ী হবে না। আশা বাঁচিয়ে রাখুন এবং চালিয়ে যান। তিনি সর্বদা আপনার উপর নজর রাখছেন।

ছয়. যখন সর্বশক্তিমান আপনাকে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন, তখন তাঁর প্রচুর নেয়ামতের জন্য প্রস্তুত থাকুন। যখন তিনি শেষ পর্যন্ত আপনার জন্য দরজাটি খুলছেন তখন কেউই এটি বন্ধ করতে পারবে না। এটি একটি চরম সত্যি। এমনকি চেষ্টাও করবেন না! আপনার কাজ হ’ল চূড়ান্ত আত্মবিশ্বাসের সাথে এর মধ্যে দিয়ে চলা, কোনভাবেই অহংকার নয়।

সাত. আমাদের সবচেয়ে বড় হতাশা তখন আসে যখন আমরা এমন মানুষের সাথে মিলিত হই যার সম্পর্কে আমরা যে ধারণা করি বাস্তব মানুষটির সাথে তার কোন মিল খুঁজে পাই না। এটা বলা সহজ যে কারো কাছে প্রত্যাশা করবেন না, তবে মানুষ হিসাবে আমরা তা করি। তাই, আপনার প্রত্যাশার ক্ষেত্রে অধিক বাস্তববাদী হোন। এককভাবে পরাক্রমশালীর উপর নির্ভর করতে শিখুন!

আট. সর্বদা মনে রাখবেন যে, সর্বশক্তিমান আপনাকে অজানা, অদেখা এবং অপ্রত্যাশিত অবস্থার মধ্য দিয়ে আনতে সক্ষম। এটি এমন পরিস্থিতি যা আমাদের সাধারণ মন উপলব্ধি করতে পারে না। এটাকে তাঁর কাছে ছেড়ে দিন। এটি তাঁর পরিকল্পনার অংশ। আপনাকে যা করতে হবে তা হ’ল সন্দেহের উর্ধে উঠে তাঁকে বিশ্বাস করা!

দ্রষ্টব্য:

আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, সে তার প্রতিপালকের দেওয়া আলোতে এসে গেছে (সে কি কঠোরহৃদয় ব্যক্তিদের সমতুল্য হতে পারে?) সুতরাং ধ্বংস সেই কঠোরপ্রাণদের জন্য, যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ। তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। (সূরা আজ-জুমার:২২)

যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করাব এবং তাদেরকে তাদের উত্কৃষ্ট কর্ম অনুযায়ী তাদের প্রতিদান অবশ্যই প্রদান করব। (সূরা নাহল :৯৭)

আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে বড় সংকটময়। আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে ওঠাব। (সূরা ত্বহা:১২৪)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণার মতো ব্যবহার করে থাকি। সে ভালো ধারণা করলে ভালো, আর মন্দ ধারণা করলে মন্দই হয়ে থাকে। (সহিহ ইবনে হিব্বান:৬৩৯)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *