অন্যায়ের পরে দুঃখ বোধ মানে হৃদয় মরেনি : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. আপনি যখন পাপ বা অন্যায় করার পরে দুঃখ বোধ করেন, তখন খুশি হন এ কারণে যে আপনার হৃদয় মরে যায়নি। ভুল থেকে সঠিককে আলাদা করতে সক্ষম হওয়া সর্বশক্তিমানের কাছ থেকে একটি উপহার। নির্জীব হয়ে যাওয়া মৃত হৃদয় থেকে সাবধান থাকুন; এটি বারবার পাপ করতে থাকে আর এরপরও অপরাধবোধ অনুভব করে না।

পূনশ্চঃ

এক. বোকা হবেন না এবং অন্যের সাথে নিজেকে তুলনা শুরু করবেন না। এটি আপনার অভ্যন্তরীণ শান্তি কেড়ে নেবে এবং আপনি নিজেকে হিংসা ও ঈর্ষার পিচ্ছিল রাস্তার দিকে যেতে দেখবেন। সত্য হল আপনি অনন্য। সর্বশক্তিমান আপনাকে এমন কিছু করার জন্য সৃষ্টি করেছেন যা করার জন্য অন্য কাউকে সৃষ্টি করা হয়নি।

দুই. আপনার সংগ্রাম সবসময় আপনাকে শক্তিমান করার দিকে নিয়ে যায়। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আপনার জীবনের বড় বা ছোট প্রতিটি অসুবিধাকে সর্বশক্তিমান আপনার মধ্যে আরও শক্তি, বিশ্বাস এবং অধ্যবসায় তৈরি করতে ব্যবহার করবেন, যদি আপনি তাঁর জন্য সে সুযোগ রাখেন। আপনি সহ্য করছেন এমন সব কষ্টের একটি উদ্দেশ্য আছে।

তিন. আপনি এই মুহূর্তে আপনার জীবনের একটি খারাপ অধ্যায়ে রয়েছেন মানে এই নয় যে এ অবস্থাটি চিরকাল থাকবে। স্বস্তি, স্বাচ্ছন্দ আসবে। ভাল এবং আরও কল্যাণকর অধ্যায়গুলি আপনার জন্য অপেক্ষা করছে। এটি বিশ্বাস করুন! এই যাত্রায় আস্থা রাখুন। আপনার লড়াইয়ের কোন কিছুই কখনও অপচয় হয় না। এর সব কিছু আপনার মঙ্গলের জন্য কাজ করছে। উৎসাহকে লালন করুন!

চার. শারীরিক সৌন্দর্যে আচ্ছন্ন এই পৃথিবীতে মনে রাখবেন আত্মার পবিত্রতাই হলো গুরুত্বপূর্ণ। এই ধরনের আত্মার লোকেরা সেরা ডিজাইনের পোশাক এবং গহনা সজ্জিতদের চেয়ে আরও বেশি মার্জিত এবং সুন্দর। এই ধরনের লোকদের লালন করুন, কারণ তারাই হলেন সৌন্দর্যের আসল প্রকাশ।

পাঁচ. আরও বেশি কৃতজ্ঞ হতে শিখুন। আপনার যা আছে, আপনার প্রতি যে আশীর্বাদ, আপনার যে প্রিয় মানুষ, আপনাকে যে সুযোগগুলি দেওয়া হয়েছে, সেদিকে মনোনিবেশ করুন। যারা কৃতজ্ঞ তাদের ভালবাসেন সর্বশক্তিমান। তিনি তাদের অভাবনীয়ভাবে পুরস্কৃত করেন। আপনি তাদের মধ্যে একজন হতে পারেন। কৃতজ্ঞতাকে জীবনের একটি পথ বানান। এটিকে মূর্তিমান করুন।

দ্রষ্টব্য:

পুরুষ ও নারী যে কেউই বিশ্বাসী হয়ে সৎকর্ম করবে, তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরষ্কার তাদেরকে দান করব। (সূরা আন-নাহল, ৯৭)

যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়। জেনে রাখ, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। (সূরা রাদ, ২৮)

সে (বক্তা) তো শয়তান। সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়; কাজেই যদি তোমরা মুমিন হও তবে তাদেরকে ভয় করো না, আমাকেই (আল্লাহ) ভয় কর। (সূরা আলে ইমরান, ১৭৫)

আকাশে রয়েছে তোমাদের রুযী ও প্রতিশ্রুত সবকিছু। (সূরা আয-যারিয়াত, ২২)

সকালে জেগে উঠলে বিকেল পর্যন্ত বেঁচে থাকার আশা রেখো না। এবং বিকেলে বেঁচে থাকলে সকালে জেগে উঠার আশা রেখো না। (সহীহ আল-বুখারী)

এক মুসলিমের প্রতি অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে”(তার একটি হচ্ছে)”যখন সে কোনো উপদেশ চায়, তাকে উপদেশ দাও।(সহীহ মুসলিম)
.
পরীক্ষা যত কঠিন হয়, পুরষ্কার তত বড় হয়। আর আল্লাহ তা’আলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, যাদের তিনি ভালোবাসেন। (আত-তিরমীযি)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *