অনুবাদ: মাসুম খলিলী
এক. অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। সর্বশক্তিমান চাইলেই হবে। কোনো বিলম্বের অর্থ হল তিনি আপনার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন। ধৈর্য ধরুন। আপনার হৃদয়কে শান্তিতে থাকতে দিন, জেনে রাখুন যে তিনি সর্বদা আপনার জন্য আছেন।
দুই. আমরা প্রায়শই শুনতে পাই যে লোকেরা বলছে, ‘ক্ষমা করুন আর ভুলে যান’ এবং সামনে এগিয়ে যান। এর মধ্যে কিছু সত্য আছে, তবে আসুন এর অন্য এক ব্যাখ্যা দেই। কিভাবে এটাকে এমনভাবে ভুলে যাবেন যাতে প্রয়োজনের সময় তা পেতে পারেন; এটি যাতে আর না ঘটে তা নিশ্চিত করতেই আপনার যখন এটির প্রয়োজন হবে তখন তা স্মরণে আনবেন । অভিজ্ঞতা থেকে শিখুন।
তিন. আমরা কেন কোনটি সঠিক হতে পারে তার পরিবর্তে কী ভুল হতে পারে সেটি নিয়ে সবসময় চিন্তা করি? আমরা এমন সমস্যা তৈরিতে এখন বিশেষজ্ঞ মনে করি যা প্রথম দিকে ছিল না। আপনার চিন্তাকে সরল করুন। সর্বশক্তিমানের স্মরণে আপনার সময় ব্যবহার করুন এবং সব সময় ইতিবাচক চিন্তাভাবনা করুন!
পুনশ্চঃ
এক. কখনই ভুলে যাবেন না যে সোশ্যাল মিডিয়া একটি হাতিয়ার। এটি কিভাবে ব্যবহার করা হবে তা আমরা নির্ধারণ করি। কল্যাণ ও ইতিবাচকতা ছড়িয়ে দিতে এটি ব্যবহার করুন; এর তরঙ্গ প্রভাব অসাধারণ হতে পারে। এতে অন্যরা আপনার সম্পর্কে যাই বলুক না কেন খারাপ কথা এড়িয়ে চলুন।
দুই. বিলম্বের মধ্যে কল্যাণ আছে। প্রতিটি বিলম্বকে নেতিবাচক হিসেবে বিবেচনা করবেন না। বিলম্বের পেছনে সাধারণত কিছু লুকানো কল্যাণ ও আশীর্বাদ থাকে। তবে আমরা আমাদের সীমিত জ্ঞানের কারণে দেরি হলেই বিরক্ত হই। আমরা কেবল জিনিসগুলো ঘড়ির কাঁটার মতো ঘটুক, তাই চাই। বাস্তব জীবনে সেভাবে সব কিছু ঘটে না। সর্বশক্তিমান সব কিছুর নিয়ন্ত্রণে আছেন!
তিন. অনেকের কাছে, সাফল্য হলো দুনিয়ার অর্জন এবং পার্থিব উপকরণের অধিকারী হওয়া। না! সর্বশক্তিমান আমাদের যা দিয়েছেন তা দিয়ে কিভাবে আমরা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারি, অন্যের সেবা ও সৎকর্ম প্রসারের জন্য যা তিনি দান করেছেন তার ব্যবহার করতে পারি সেটিই হলো সাফল্য। আপনি যা করেন না কেন নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন না। সাফল্য বিনম্রতায়, উচ্চস্বর আর অহংকারে নয়!
চার. আপনি পাপ করেছেন বলে যত খারাপ নিজেকে ভাবেন না কেন, সর্বশক্তিমানের দিকে ফিরে আসতে খুব বেশি সময় লাগে না। তিনি আপনাকে দ্বিতীয়, তৃতীয় এবং আরও বেশি বার সুযোগ দেবেন যা মানুষ স্বপ্নেও ভাবে না। তিনি সবচেয়ে দয়ালু। তিনি আপনাকে ক্ষমা করার জন্য এবং আপনাকে গাইড করার জন্য অপেক্ষা করছেন। তাহলে কিসের জন্য আপনি দেরি করছেন?
পাঁচ. সর্বদা সর্বশক্তিমানের ভালো ও মঙ্গলের চিন্তা থাকে। আপনি আহত, বিক্ষত, ভঙ্গুর অথবা তিক্ত অনুভব করতে পারেন, তবে কী অবস্থার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন তা আপনি যতটা জানেন তার চেয়ে বেশি কিছু সর্বশক্তিমান জানেন। তিনি আপনাকে কখনো ত্যাগ করবেন না। তিনি আপনার জন্য নিরাময়ের উপায় প্রকাশ করবেন। আপনার হৃদয় তখন খুশি ও সন্তুষ্ট হবে যখন দেখবেন যে আপনার জন্য তাঁর কাছে কী আছে!
ছয়. জিনিসগুলিকে নিশ্চিত মনে করে নেওয়া মানুষের স্বভাব। আগামীকালের জন্য এ নিয়ে কাজ বন্ধ করবেন না। আজ এটি করার জন্য যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হন। আগামীকাল পরিস্থিতি ভিন্ন হতে পারে। আপনি যাদের ভালবাসেন তারা হয়তো আর থাকবে না। কোন কিছুই নিশ্চিত করা হয় না। এটি একটি বাস্তবতা। আগামীকাল যদি না আসে তখন?
দ্রষ্টব্যঃ
অবশ্যই সফলকাম হয়েছে মোমিনগণ—যারা নিজেদের নামাজে বিনয়ী ও নম্র, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, যারা জাকাত প্রদানে সক্রিয়, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী। আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের সালাতে যত্নবান থাকে, তারাই অধিকারী হবে (জান্নাত) ফিরদাউসের, যাতে তারা স্থায়ী হবে। (সুরা-২৩ মুমিনুন: ১-১১)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট