অডিও রেকর্ড ফাঁস, গোপন নথি নিজের কাছে রাখার কথা স্বীকার ট্রাম্পের

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

হোয়াইট হাউস ছাড়ার সময় গোপন নথি নিজের কাছে রাখার কথা ‘স্বীকার করেছেন’ ডোনাল্ড ট্রাম্প। গত বছর থেকেই গোপন নথি ফাঁস নিয়ে বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এবার নথি নিয়েই তার একটি গোপন অডিও রেকর্ড এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর হাতে।

কথোপকথনের নতুন এই তথ্যপ্রমাণ বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা জ্যাক স্মিথের কাজে আসবে। রেকর্ডিংটি প্রথম সিএনএনের ‘অ্যান্ডারসন কুপার ৩৬০’ পোগ্রামে সম্প্রচারিত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এই অডিওটি ২০২১ সালের জুলাই মাসের। ওই কথোপকথনে ট্রাম্প বলেছেন, তার কাছে রাষ্ট্রীয় গোপন নথি আছে যা তিনি মহাফেজখানায় জমা দেননি। স্বীকার করে বলেন, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে পেন্টাগনের একটি নথি নিজের কাছে রেখেছেন তিনি।

দুই মিনিটের ওই অডিও রেকর্ডিংয়ে ট্রাম্প ও তার সহযোগীকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইলের বিষয় নিয়ে রসিকতা করতে শোনা যায়। কথোপকথনে ট্রাম্পকে বলতে শোনা যায়, নথিটি ছিল ‘গোপন তথ্য’।

এর আগে গত বছর শেষ দিকে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে এফবিআই ১১ হাজারের বেশি সরকারি নথি ও আলোকচিত্র এবং ‘গোপনীয়’ লেখা ৪৮টি খালি ফোল্ডার উদ্ধার করেছে। যেগুলোর মধ্যে ‘অতি গোপনীয়’ নথিও রয়েছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *