অকারণে সমালোচনা ও ঘৃণাকারী থেকে দূরে থাকুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. কিছু কিছু লোক আছেন যাদের জীবনের লক্ষ্য হল সমালোচনা করা, ঘৃণা করা এবং জিনিসগুলিতে নেতিবাচকতার সন্ধান করা৷ তারা আপনার জীবনের জন্য একেবারে কোন মূল্য আনে না। তাদের নিয়ে চিন্তা করা ছেড়ে দিন। আসল লক্ষ্য থেকে তাদের আপনাকে দূরে রাখতে দেবেন না। সর্বশক্তিমান তাদের মোকাবেলা করুন। আপনার ফোকাস রাখুন সরল পথে।

দুই. সুদ-ভিত্তিক আর্থিক ব্যবস্থা মুসলমানদের সেবা করে না। সুদ ভিত্তিক ব্যবস্থা থেকে এখনই নিজেকে সরিয়ে নিন এবং এমন একটি প্রক্রিয়া তৈরি করার এখনই সময়।

পূনশ্চঃ

এক. রাগ আর হতাশাকে ইতিবাচকভাবে পরিচালনা করতে শিখুন। এটাকে চেপে রাখবেন না এবং বিষয়গুলিকে আরও খারাপ করবেন না। ধীর স্থির হোন। সত্য পথের জন্য প্রার্থনা করুন। আপনি নিজের পরিপ্রেক্ষিতে এসবকে দেখতে পাবেন।

দুই. ব্যস্ত হবেন না, অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আপনার জন্য কোন চিন্তার বিষয় নয় এমন জিনিসের দিকে তাকানো এড়িয়ে চলুন। আপনার নিজের জীবনের উপর ফোকাস করুন।

তিন. জীবনে সংগ্রাম করা আপনার যাত্রারই অংশ। সহজে কোন কিছুই আসে না। সর্বশক্তিমানের সান্নিধ্য লাভ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সবকিছু জাদুকরীভাবে আপনার কাছে এসে পড়বে এমনটি আপনি আশা করতে পারেন না। আপনাকে তাঁর উপর নির্ভর করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তিনি আপনার জন্য যা পরিকল্পনা করেছেন তাই সর্বোত্তম।

চার. আপনার কি মনে হয়েছে যে আপনি প্রতিবার প্রার্থনা করার সময় এটিই আপনার শেষ দফা হতে পারে? তাই আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার সময় তাড়াহুড়ো না করে সময় নিন। সর্বশক্তিমান যেদিন আমাদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নেবেন সেদিন যেন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের সকলের প্রতি করুণা করেন।

পাঁচ. আপনার পরিস্থিতি যাই হোক না কেন, সর্বশক্তিমানের কাছে সব উত্তর আছে; এমনকি যে সময়ে আপনি সাড়া চাইছেন সে সময়ে যদি উত্তর নাও পান। আপনি যখন একটি বন্ধ দরজার মুখোমুখি, তখন আপনাকে তাঁর উপর আস্থা রাখতে হবে। সর্বোপরি, তিনি কি আপনাকে এতদূর পর্যন্ত নিয়ে আসেননি? আপনি কি মনে করেন আগামীকাল তিনি আপনাকে পরিত্যাগ করবেন?

ছয়. জীবনে আপনি সব ধরণের লোকের সাথে সাক্ষাৎ করবেন। যারা আপনাকে হতাশ করে, আপনার উপর রাগ করে, আপনাকে আপনার নিজস্ব সীমান্তে ঠেলে দেয়, আপনাকে বিরক্ত করে ইত্যাদি। এসব কিছু আপনার পরীক্ষারই অংশ। আপনার পদক্ষেপের সাথে এটিকে মানিয়ে নিন। এসবের প্রত্যেকটিতেই আপনার জন্যে ভাল বা মন্দ এক একটি শিক্ষা থাকবে। এভাবেই আপনি বিকশিত হবেন। প্রত্যেকেই এক একটি কারণে আপনার পথ অতিক্রম করে!

সাত. শয়তান কখনই এমন জায়গায় আক্রমণ করে না যেখানে সে জিতে গেছে। সে সেখানেই আক্রমণ করে যেখানে জানে যে, সে হেরে গেছে। আপনি সর্বশক্তিমানের আরো নিকটবর্তী হন, তাঁর জন্য আরও কঠোরভাবে কাজ করতে হবে আপনাকে। সুতরাং অবিচল থাকুন। শক্ত হোন। আপনি জিতে যাচ্ছেন। দৃঢ বিশ্বাস বজায় রাখুন এবং আপনার প্রচেষ্টায় লেগে থাকুন। আপনার তত্বাবধানকারীকে হতাশ করবেন না!

আট. ওভারশেয়ারিং বন্ধ করুন। অন্যকে আপনার জীবন সম্পর্কে সমস্ত কিছু বলা বন্ধ করুন। ভার্চুয়াল মাধ্যমের অপরিচিতদের কাছ থেকে অনুমোদনের জন্য আমাদের অবিচ্ছিন্ন প্রয়োজনের সাথে বেশ কিছুটা সমস্যা যুক্ত রয়েছে। যদি আমরা কোনও এক পরিস্থিতি শেয়ার করে নেওয়া থেকে বিরত থাকি তবে এটি কোনভাবে কম বৈধ বা কম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে না। বরং এটি আরও বেশি ব্যক্তিগত এবং আরো বেশি মূল্যবান হয়ে ওঠে!

দ্রষ্টব্যঃ

হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি? তোমরা শয়তানের এবাদত করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই এবাদত কর, এটাই সরল পথ। (সুরা ইয়াসীন ৬০-৬১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *