সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলেমে দ্বীন মাওলানা এফ কে এম শাহজাহান বলেছেন, সমাজের অসহায় হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। বিশেষ করে সমাজে অনেকে রয়েছেন বহুকষ্টে জীবনযাপন করলেও আত্মসম্মানের কারণে কারো সাথে শেয়ার করেন না। এমন মানুষদের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিত। তাদের খোঁজ নেয়া উচিত। বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। তাই নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

সোমবার (৫ জানুয়ারী) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উলামা বিভাগের (থানা) আমীর ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উলামা থানার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, আলেমে দ্বীন মাওলানা জিল্লুর রহমান, মুহাদ্দিস হাবিবুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আতাউর রহমান, হাফিজ আব্দুল আহাদ, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল্লাহ আল হাসান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মুজিবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *