সারা দেশে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত, ইন্টারনেট সেবা বন্ধ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। রাজধানীর উত্তরায় পাঁচ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের অন্যান্য স্থান থেকেও আসছে ক্ষয়ক্ষতির খবর। অন্তত ১৯ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

ইন্টারনেট সার্ভিস ব্যাহত

বাংলাদেশে বৃহস্পতিবার রাত নয়টা থেকে হঠাৎ করেই ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেটসহ কোন ধরনের ইন্টারনেট সার্ভিসই পাওয়া যাচ্ছে না। ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকায় বিবিসি বাংলার লাইভ পাতা আপডেটও বিঘ্নিত হচ্ছে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে।

রাত সাড়ে আটটা থেকে ইন্টারনেটের গতি ধীর হওয়া শুরু করে। এরপর নয়টা থেকে একেবারেই বন্ধ হয়ে যায়। একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিবিসি বাংলাকে সেবা বিঘ্নিত হওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর পেছনে কোন কারণ তারা বলেননি এবং কখন নাগাদ ইন্টারনেট পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানাতে পারেন নি তারা।

কাজীপাড়ার বাসিন্দা জিলানী রহমান বিবিসি বাংলাকে বলেন, “ রাত পৌনে নয়টা থেকে বাসায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। সার্ভিস প্রোভাইডারকে ফোন করলে জানান লাইনে কোন সমস্যা নেই, উচ্চ পর্যায় থেকে ইন্টারনেট সব জায়গায় বন্ধ করা আছে ”।

দেশের বিভিন্ন জেলায় ও একই অবস্থার খবর পাওয়া যাচ্ছে। চাঁদপুরের নাদিয়া খান নামে এক বাসিন্দা জানান, “নয়টার পর থেকেই বাসায় ইন্টারনেটের সংযোগ পাওয়া যাচ্ছে না ”। গত কয়েকদিনের চলমান কোটা আন্দোলনের সহিংসতামূলক ঘটনার সময় বুধবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ব্যাহত ছিল ইন্টারনেট সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *