শব্দ আঘাত বা নিরাময় দুটিই করতে পারে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী:

এক. আপনি অন্যদের কী বলেন সে সম্পর্কে সচেতন হন। শব্দ অনেক শক্তিশালী। তারা আঘাত বা নিরাময় দুটিই করতে পারে। কিন্তু আপনি যতই ক্ষমা চান কিছু ক্ষত হয়তো কখনোই সারতে পারে না। কেননা শব্দগুলো অনেক গভীর পর্যন্ত কেটে যায়।

দুই. কাউকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, আমরা সবাই পাপ করি। হ্যাঁ, আমরা সবাই করি, ব্যতিক্রম ছাড়া। আর আমাদের সকলেই একই সৃষ্টিকর্তার কাছ থেকে একই ধরনের ক্ষমার প্রয়োজন, যিনি পরম করুণাময়। মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমীন।

তিন. মানুষ কিছু সময়ের পরে আলাদা হয়ে যায়। এটা ঘটে থাকে। আপনার জানাশোনা বন্ধুদের এবং আপনি যাদের সাথে আড্ডা দেন তারা পরিবর্তিত হবে ৷ এটা অস্বস্তিকর হতে পারে। কিছু মানুষের এটা মেনে নিতে কষ্ট হতে পারে। কিন্তু এটাই জীবন। এটা সর্বশক্তিমানের পরিকল্পনার অংশ।

চার. গ্রুপ চ্যাট ও অনলাইন আড্ডায় সময় নষ্ট বন্ধ করবেন না। অনেকে এই ধরনের তুচ্ছ কাজে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করে এবং কেউ কেউ তাদের সৃষ্টিকর্তার সাথে যোগসূত্রের ক্ষতির বিনিময়ে এটি করে। এর পরিবর্তে, সর্বশক্তিমানের সাথে একটি সংযোগ তৈরিতে ব্যস্ত হোন। মানবতার সেবা করুন। জীবনের পথ নষ্ট করার জন্য এখানকার সময় খুবই স্বল্প।

পূনশ্চঃ

এক. অন্যের জন্য প্রার্থনা করুন। হ্যাঁ, কেবল নিজের জন্য প্রার্থনা করবেন না। লোকেরা এমন সংগ্রামের মুখোমুখি থাকতে পারেন যে, তারা আপনাকে কখনোই তা বলবে না। তাই প্রার্থনা করুন সবার জন্য। আর আপনি যদি সফল হতে চান এবং সামনে এগিয়ে যেতে চান তবে সত্যটি গ্রহণ করুন। যারা সত্য বলে তাদের দোষ দেয়া হলে এর পরিণতি ব্যর্থতায় পর্যবসিত হবে।

দুই. চারপাশের বিভ্রান্তি সম্পর্কে সচেতন হন। এটি আমাদের একাধিক উপায়ে প্রলুব্ধ করবে। এটা অনিবার্য সত্য। কারণ আমরা এমন এক জগতে বাস করি যা প্রলোভন ও আসক্তিতে ভরা, যা আমাদের সর্বশক্তিমান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। এটি প্রতিরোধ করার জন্য যথেষ্ট শৃঙ্খলা জীবনে আনুন।

তিন. আপনি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, সর্বশক্তিমান সর্বকালের সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে সর্বাধিক কৃপা দিয়ে আপনাকে বের করে আনতে পারেন। আপনি বিশ্বাস করুন যে বিশ্বজগতের পালনকর্তার পক্ষে কোন কিছুই অসম্ভব নয়। তাঁকেই সন্ধান করুন অব্যাহতভাবে এবং তিনি আপনার পথ নির্দেশনা দান করবেন। আপনাকে শক্তিশালী করার শক্তি তাঁর কাছেই প্রার্থনা করুন!

চার. সবকিছু বোতলবন্দী করে কিছু রাখবেন না। আপনার উদ্বেগকে চেপে রাখা স্বাস্থ্যকর নয়। এটি কেবলই আরও অবনতি ঘটাতে পারে। খোলামেলা হতে শিখুন, কথা বলুন, আপনার যদি প্রয়োজন হয় তবে সহায়তা নিন। এতে ভুলের কিছু নেই। আমাদের সবার ভালবাসা ও সমর্থন প্রয়োজন। সর্বশক্তিমানের কাছ থেকে আপনার জন্য শক্তি প্রার্থনা করুন। তিনি আপনার পথকে প্রশস্ত করবেন!

পাঁচ. পরীক্ষার সময় আমরা প্রায়ই নিজেকে সর্বশক্তিমানের নিকটবর্তী হতে দেখি। সুতরাং তিনি যখন আমাদের জন্য সেগুলো সমাধান করেন তখন কেন আমরা তাঁর কাছ থেকে নিজেকে দূরে রাখব? কৃতজ্ঞ থাকুন সব সময়।

ছয়. সর্বশক্তিমান। এই জীবনে আমাদের যাত্রার প্রতিটি পদক্ষেপ বুঝতে আমাদের সহায়তা করুন। আমাদের প্রার্থনার জবাব এবং আপনার আশীর্বাদ প্রকাশিত হওয়ার অপেক্ষায় আমাদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন। আপনার সময়টি নিখুঁত এবং আপনি যে সর্বদা আমাদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় কাজ করেন তা বিশ্বাস করতে আমাদের সহায়তা করুন! আমীন!

দ্রষ্টব্যঃ

কারো কাছে সুপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে ফিরিয়ে দিব এবং তাকে জাহান্নামে দগ্ধ করব। আর তা কত মন্দ আবাস। (সূরা নিসা : ১১৫)

ইহুদিরা বলে, খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই। খ্রিস্টানরা বলে, ইহুদিদের কোনো ভিত্তি নেই। অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতভেদ করত কিয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। (সূরা বাকারা : ১১৩);
যদি তুমি বেশির ভাগ মানুষের কথামত চল, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে; আর তারা শুধু অনুমানভিত্তিক কথা বলে। (সূরা আনআম : ১১৬)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *