লন্ডনে হবে জেমস-হাসানের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’

ইউরোপ ফিচার বিনোদন যুক্তরাজ্য সময় সংবাদ
শেয়ার করুন

চলতি বছরের গত আগস্ট মাসের ২০ তারিখের পর দক্ষিণ–পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আক্রান্ত হয় অর্ধকোটির বেশি মানুষ। ইতোমধ্যে বন্যাকবলিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। পিছিয়ে নেই দেশের শিল্পীসমাজও। তারাও এগিয়ে এসেছে এই বিপদে।

এবার বন্যার্তদের জন্য কনসার্ট করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘আর্ক’ ও ‘নগর বাউল জেমস’। আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত হবে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ শিরোনামের এই কনসার্ট।

কনসার্টটির আয়োজক হিসেবে রয়েছে আইওএন টিভি। ইতোমধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। এই লিংকে গিয়ে টিকিট কেনা যাবে।

এই কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেমস ও হাসান উভয়েই। এ বিষয়ে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *