১১২ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার ২দিনব্যাপী শতবর্ষ উদযাপন আনন্দ ও গৌরবের এক মিলনক্ষেত্রে পরিণত হয়। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে বহু মানুষ জ্ঞানের আলো পেয়েছেন। তারা সমাজের বহুক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রবাস থেকেও এসেছেন বহু প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী।

রঙিন বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম।
হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল আলোচনা সভা, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ‘আল-আযহার’ এর মোড়ক উন্মোচন, মরণোত্তর পদক প্রদান, স্মৃতিচারণ, ইসলামি সংগীতসহ নানান আয়োজন।

শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম ইসলামী শিক্ষার পরিসীম গুরুত্ব তুলে ধরেন। তিনি মানুষকে আল্লাহর পরিচয়, তাঁর সন্তুষ্টি অর্জন এবং একটি পূর্ণাঙ্গ, নৈতিক ও কল্যাণকামী জীবনযাপনের পথ অবলম্বনের আহবান জানিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষা ইহকাল ও পরকালের সফলতা নিশ্চিত করে; এটি শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং আত্মিক বিকাশ, চরিত্র গঠন এবং সমাজকে আলোকিত করার মূল চাবিকাঠি। তিনি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারলৌকিক জ্ঞানার্জনের জন্য সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় বিকশিত করার আহবান জানিয়ে বলেন, এতে তারা আলোকিত মানুষ হয়ে সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করবে।
বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক মাসুম জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, প্রাক্তণ শিক্ষক জমির উদ্দিন আনসারী, কামালবাজার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজামান চৌধুরী, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, লাউয়াই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সিরাজউদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, কামালবাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম সালেহিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার আব্দুল হামিদ, সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, বিশ্বনাথ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বসির উদ্দিন, হাছন খান, সোলেমান খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমূখ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, ১৯৯৪ ব্যাচের প্রাক্তণ ছাত্র ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি, ১৯৯৬ ব্যাচের শামছুল ইসলাম, ২০১৮ ব্যাচের আতাউর রহমান ও ২০২২ ব্যাচের হাসান আহমদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নিসর্গ শিল্পী গোষ্ঠির সদস্যবৃন্দ।
রোববার ২দিনে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। বিশিষ্ট শিল্পপতি দানবীর রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি শাবির ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী সাধারণ শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের গুরুত্বারোপ করেন। তিনি ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ এবং বাস্তবতা ও যুগসংশ্লিষ্ট বিষয়াদি উল্লেখ করে বলেন, মানুষের জীবন শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়। তাই শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানের আলোকে জীবন পরিচালিত করতে হবে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিভাগ চালুর আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্বারী হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে ২য় দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা আব্দুর রউফ। দিনের কর্মসূচিতে ছিল অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণী এবং খ্যাতিমান ইসলামী সংগীত শিল্পী মশিউর রহমানের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, কামালবাজার ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বুরহান হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলুমিয়া,

ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভনির্ং বডির সভাপতি ময়নুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মফিজ খান, ট্রাস্ট্রি ফারুক আহমদ, মো. মঈন উদ্দিন, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, আব্দুর রব, এস এফ ইংলিশ একাডেমির স্বত্বাধিকারী ফখরুল খান, ইউকের উম্মা আপিলের ট্রাস্টি বোর্ডের শিক্ষা পরিচালক আব্দুল আলী মুসা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, কামরুল ইসলাম, আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, ফারুক আহমদ প্রমুখ।

