বিমান হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার জন্য সামরিক কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগের দুই দেশ একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডার সাইটে হামলা চালিয়ে দাবি করে, এর ফলে তাদের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা ‘কঠোর’ ও ‘অকল্পনীয়’ প্রতিশোধের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের প্রতিক্রিয়া ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর সময়মতো আসতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি আরও আগে ঘটতে পারে। ইসরায়েলি হামলায় চার ইরানি সেনা নিহত হওয়ার ক্ষয়ক্ষতি নিরূপণের পর খামেনি এ নির্দেশ দেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরানের সামরিক পরিকল্পনাকারীরা পাল্টা আক্রমণের জন্য ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলছে, ইরানি ভূখণ্ডে সরাসরি হামলার ঝুঁকি কমাতে ইরানপন্থি বিদ্রোহীদের ব্যবহার করে ইরানি ভূখণ্ড থেকে প্রতিশোধ নিতে পারে দেশটি। – ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *