নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানালেন মিয়া গোলাম পরওয়ার

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বৃটেনের লুটন শহরে এক বিশাল সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানিয়ে বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিইয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রের কাঠামোগত এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে। দেশের নেতৃত্বের নৈতিকমান উন্নত হলে, দেশ দুর্নীতিমুক্ত হবে এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানিসহ সকল সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি হলে প্রবাসী ভয়েস লুটনের সভাপতি শরীফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, পতিত ফ্যাসিবাদ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কাঠামো তছনছ করে দিয়ে গেছে। দেশ প্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি পেশ করতে হবে না। আমরা এগুলো পূরণ করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ফ্যাসিবাদি শাসনামলে জামায়াতকে বহু নির্যাতন সইতে হয়েছে। দীর্ঘ দিন জামায়াতের কেন্দ্রীয় অফিস-সহ জেলা/উপজেলার সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সবশষে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্ত চব্বিশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এটি কেবলই আল্লাহর করুণা আর সাহায়্যের কারণে সম্ভব হয়েছে।
জামায়াত নেতা বলেন, আল্লাহর সন্তষ্টি অর্জন ছাড়া আখেরাতের সফলতা সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।

সাবেক এমপি গোলাম পরওয়ার আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশ, জাতি ও সত্যের পক্ষে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।

মাওলানা হাফেজ শাহীদ আহমদ ও আরাফাত মিজানের যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিদ্দিকুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হকওয়েলরিং মসজিদের ইমাম ও সাবেক ছাত্রনেতা মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা সৈয়দ তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল করীম জলিল, সাবেক শিক্ষক আশরাফ উদ্দিন, আবু আহমদ সিদ্দিক, মাওলানা মুজিব মাহমুদ, মাওলানা তাসনিম মজুমদার, ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা ফখরুল আলম সেলিম, নাসিম এলাহী তুহিন প্রমুখ। অনুষ্ঠানে লুটন কালচারাল গ্রুপের নাশিদ ও নির্বাচনী গান মুগ্ধতা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *