ডেগেনহাম অ্যান্ড রেইনহামের এমপি মার্গারেট মুলানের বিজয় উৎসব

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

জনপ্রিয় রাজনীতিক মার্গারেট মুলান ডেগেনহাম অ্যান্ড রেইনহামের এমপি হিসাবে পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনতা। সেন্টার ফর বাংলা স্টাডিজের উদ্যোগে শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় গ্রিনলেন ব্যাঙ্কোটিং হলে এক আনন্দঘন বিজয় উৎসবে তাকে বিশেষ সম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে মার্গারেট মুলান এমপি লেবার দলের এবং স্থানীয় ভোটারদের ভালোবাসা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি সর্বাত্মক কাজ করে যাবেন। জনপ্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী কমিউনিটির বিকাশে লেবার পার্টির অবদান তুলে ধরে বলেন, দলের এবং ব্যাক্তির উন্নয়ন কার্যক্রমকে স্থানীয় ভোটাররা যথার্থই মূল্যায়ন করেছেন। মার্গারেট মুলান এমপি ভালো ভালো কাজের জন্য প্রশংসার দাবিদার।

বিজয় উৎসবে জিএলএ মেম্বার উনমেদ দেশি, বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি, এসএমই ফর লেবার জেনারেল সেক্রেটারি ফাতেমা কামারা, এন্টারপ্রাইজ নিউজের সম্পাদক আমিমুল আহসান তানিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সামাজিক পরিষেবা, শিক্ষা এবং সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে পুনঃনির্বাচিত এমপির প্রচেষ্টাকে স্বীকার করে আগামী দিনে আরো ভালো কিছু প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সময় সম্পাদক সাঈদ চৌধুরী, বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, লন্ডন বাংলার সিইও শাহ ইউসুফ, সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক আশরাফ হক রানা প্রমুখ।

সবশেষে মজাদার বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। অতিথিগণ তৃপ্তিদায়ক খাবার সহ সামগ্রিক আয়োজনের ভূয়সি প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *