টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের উদ্বেগের অন্যতম একটি বিষয় হল এন্টি সোস্যাল বিহেভিয়ার বা অসামাজিক কার্যকলাপ, যা অতি সম্প্রতি জনজরিপে উঠে এসেছে। এর প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটসের ২৬টি এস্টেইট ব্লকে সিসিটিভি অবকাঠামো উন্নয়নে ৩ দশমিক ৭ মিলিন পাউন্ড বিনিয়োগ করছে কাউন্সিল।
২০২২ সাল থেকে কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতে ৪ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ বিনিয়োগ করেছে কাউন্সিল। এরই ধারাবাহিকতায় বারার নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নতির জন্যে ২০২৬ সালের ভেতরে অতিরিক্ত আরো ৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে।
উন্নতিগুলোর মধ্যে রয়েছেঃ
* এসএবি বা অসামাজিক কার্যকলাপজনিত আচরণ এবং ফ্লাই টিপিংয়ের (যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলা) জন্য হটস্পট বা উল্লেখযোগ্য স্থানগুলোকে লক্ষ্য করে ১শ’ নতুন ক্যামেরা স্থাপন করা
* বর্তমান সাইটের মেরামত এবং প্রতিস্থাপন
* টাউন হল, লন্ডন স্কোয়ার এবং লেইজার সেন্টাগুলোর জন্য উন্নত কাভারেজ
* অটোমেটিক নাম্বার প্লেট চিহ্নিতকরন নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি
সবগুলো ক্যামেরাকে কাউন্সিলের আধুনিক সিসিটিভি কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করা হবে, যার ফলে মেট পুলিশের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে অপরাধ প্রতিরোধে সাড়া দিতে সক্ষমতা বাড়াবে।
এ বিষয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, ‘‘আমরা সিসিটিভি উন্নত করার জন্য বিনিয়োগ করছি, কারণ নিজ বাড়িতে নিরাপদ অনুভব করা প্রত্যেক বাসিন্দার প্রাপ্য অধিকার, এবং আমরা এ-ও জানি অনেক বাসিন্দা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বারাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্যে আমরা যেসব ব্যবস্থা নিয়েছি এটা তার মধ্যে একটি। এছাড়াও আমরা টাওয়ার হ্যামলেটস এনফোর্স অফিসারের সংখ্যাও প্রায় তিনগুণ করেছি, ডগ পেট্রোল সার্ভিস চালু করছি, এবং আমাদের অত্যাধুনিক সিসিটিভ কন্ট্রোল রুম উন্নত করা হচ্ছে। আমাদের বাসিন্দাদের জন্যে নিরাপদ এবং সমৃদ্ধ টাওয়ার হ্যামলেটস গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’’
এই পর্যন্ত ৮টি ব্লকের কাজ শেষ হয়েছে, নতুন পুরনো মিলে ১১২টি ক্যামেরা সংস্কার ও বসানোর কাজ শেষ হয়েছে। আরো ৩৫২টি ক্যামেরাকে পর্যবেক্ষণ এবং উন্নত করার জন্যে নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটসজুড়ে নিরাপদ, পরিচ্ছন্ন এবং কমিউনিটি-বন্ধন আরো সুদৃঢ় করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
টাওয়ার হ্যামলেটস নেইবারহুড পুলিসিং-এর লিডার ডিটেকটিভ সুপারনিটেনডেন্ট ওলিভার রিচার বলেছেন, ‘‘টাওয়ার হ্যামলেটসজুড়ে সিসিটিভি স্থাপনে উল্লেখযোগ্য বিনিয়োগকে আমরা স্বাগত জানাচ্ছি। উন্নত কভারেজ এবং উন্নত প্রযুক্তি অসামাজিক কার্যকলাপ মোকাবেলা, রেসপন্স টাইমের উন্নতি এবং কমিউনিটিকে নিরাপদ রাখতে আমাদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে সমর্থন করবে। কাউন্সিলের সাথে অংশীদারিত্বে কাজ করে, আমরা টাওয়ার হ্যামলেটসকে সকলের জন্য একটি নিরাপদ স্থান করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”


 
	 
						 
						