জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং টেকসই সমাজ বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

অর্থনীতি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা সময় চিন্তা সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং টেকসই সমাজ বিনির্মাণে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী, মাল্টিমিডিয়া ও প্রযুক্তি বিশেষজ্ঞবৃন্দ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে এ সেমিনারে দেশের উন্নয়নযাত্রায় লাইফ লং লার্নিং, নলেজ ইকোনমির সম্ভাবনা ও সাসটেইনেবল সোসাইটি গঠনের জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক কাঠামো তুলে ধরা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও চিন্তাবিদ গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক। যিনি জীবনব্যাপী শিক্ষা, বাংলাদেশের প্রেক্ষাপটে জ্ঞানভিত্তিক অর্থনীতির সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী বলেন, জীবনব্যাপী শিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরির পূর্বশর্ত, যা জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করে। পাশাপাশি নীতিমালা, প্রযুক্তিগত সক্ষমতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি টেকসই সমাজ গঠন করা সম্ভব।

প্রফেসর ড. শাহজাহান খান বলেন, জীবনব্যাপী শিক্ষা জাতীয় উন্নয়নকে টেকসই করতে অন্যতম চালিকাশক্তি এবং জ্ঞান-প্রযুক্তি-দক্ষতার সমন্বয়ে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে।

অতিথিদের সাথে সার্টিফিকেট হাতে সেমিনারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সেমিনারে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক এবং IQAC পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির হোসেন, আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, মাল্টিমিডিয়া-আইটি স্পেশালিস্ট ও ক্রিয়েটিভ ইন্ড্রাস্ট্রি গবেষক ফাহিম ফয়সাল, আইবি এডুকেটর ও গবেষক জাকির হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল আজিজ প্রমুখ।

গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাবেয়া আক্তারের সমাপনী বক্তব্যের মাধ্যমে এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *