জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে কিছু করার আহ্বান জানালেন নোবেলজয়ী ড. ইউনূস

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে (বাংলাদেশে) আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানিয়েছেন।
ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে ইউনূস সেন্টারের বদলে প্রটেক্ট ইউনূস ক্যাম্পেইনের মাধ্যমে তিনি এই বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “যারা প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আমি বিশ্ব নেতা এবং জাতিসংঘকে তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার তদন্ত হওয়া উচিত।”

ছাত্র ও আরও যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদের উপর ছাত্রলীগ, পুলিশ এবং বর্ডার গার্ড হামলা চালিয়েছে…এর ফলে এপর্যন্ত অন্তত দুইশ জন নিহত এবং সাতশ’র মতো মানুষ আহত হয়েছেন, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই নাগরিকরা এই আবেদনের কথা শুনবে না বা বিশ্ব নেতাদের কাছে তাদের নিজস্ব আবেদন পেশ করতে সক্ষম হবে না। – বিওএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *