গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে : সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদ

সাম্প্রতিক
শেয়ার করুন

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে :

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদ বলেছেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না করে যারা গণমাধ্যম পরিচালনা করেন তারা দুর্নীতিকে উৎসাহিত করছেন। তিনি বলেন, এ শিল্পে সংকটের যে সামগ্রিক চিত্র সেটা খুবই হতাশাজনক। পত্রিকায় সরকারি বিজ্ঞাপন, প্রচার সংখ্যা নির্ধারণ ও আন্ডারগ্রাউন্ড পত্রিকা সংক্রান্ত যেসব জালিয়াতি আছে, সেগুলো বন্ধের পথ খুঁজে বের করা হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ওয়েজ বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত যে শুভঙ্করের ফাঁকি রয়েছে-সে বিষয়েও সংস্কার কমিশন সুপারিশ করবে।

কামাল আহমদ বলেন, গণমাধ্যমের প্রতি আস্থার ঘাটতির কারণ খুঁজে বের করা হবে। জনমত সমীক্ষার ভিত্তিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংস্কারের নীতিমালা প্রস্তুত করবে। তিনি বলেন, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টান একাধিক মিডিয়ার মালিক। তাদের অনেকেই নীতি নৈতিকথার কথা ভাবেন না। তারা ব্যবসায়ী উদ্দেশ্যে মিডিয়া ব্যবহার করেন। এ প্রবণতা বন্ধ করে সুস্থ ধারার সাংবাদিকতার পথ সুগম করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণমাধ্যমগুলো যাতে যথাযথভাবে তাদের ভূমিকা পালনে সক্ষম হয়, কমিশন সে উপযোগী নীতিমালা প্রণয়নে সুপারিশ করবে। কমিশন সংস্কার বিষয়ে যেসব সুপারিশ করবে সেগুলো বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান।

রবিবার সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান এবং আবদুল্লাহ আল মামুন।

গণমাধ্যম সংস্কার কমিশনে অংশীজনের মতামত সর্বাধিক গুরুত্ব পাবে মন্তব্য করে সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদকর্মীদের বেতন-ভাতাদি নিশ্চিত করা এবং সাংবাদিকতার নীতিমালা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি কমে যাবে। মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।
সিলেট বিভাগের চারটি জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক গণমাধ্যমকর্মী এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাঁদের সংস্কার বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মুকতাবিস-উন-নূর, মনসুর উদ্দিন ইকবাল, বকসী ইকবাল, খালেদ আহমেদ, সোয়েব চৌধূরী, গোলাম মোস্তফা রফিক, প্রদীপ দাস সাগর, কবীর আহমদ সোহেল, সিরাজুল ইসলাম, পঙ্কজ দে, কাকলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *