পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে৷ সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন৷
ইসলামাবাদের জেলা আদালতের বাইরে এ হামলা হয়৷ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘‘১২টা ৩৯ মিনিটে কাচেরিতে (জেলা আদালত) একটি আত্মঘাতী হামলা চালানো হয়৷ এ হামলায় এখন পর্যন্ত ১২ জন শহিদ হয়েছেন এবং ২৭ জনের মতো আহত হয়েছেন৷’’
বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, আদালতের একটি ফটকের কাছে এ হামলা হয়েছে৷ ডিডাব্লিউ, এপি, এএফপি

