ফিলিস্তিনের বর্বর আগ্রাসন চালানোর কারণে মালদ্বীপ ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু `ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।
এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের এই মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি পাসপোর্টধারী প্রবেশ করতে পারবে না। রোববার প্রেসিডেন্টের অফিসের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট মুইজ্জু ‘ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের ঘোষণাও দিয়েছেন।
গত অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। দেশটির বিরোধী দল ও জোট সরকারের মিত্ররাও তা চাইছেন। সুত্র: আল জাজিরা ও সিএনএন।