দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ ঝুলছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুদকের ৩ সদস্যের একটি দল সিলেট নগরীর পাঠানটুলার বাসায় আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সম্পদের পূর্ণ বিবরণ চেয়ে এ নোটিশ টানিয়েছেন। ২১ কার্যদিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে সতর্ক করা হয়েছে।
দুদকের পরিচালক (মানিলন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে তার ও তার পরিবারের সকল সদস্যের সম্পদের বিবরণ জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনোয়ারুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপধারা (১) অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হলো।