‘আনকাট’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে ‘মানুষটিকে দেখ’

ফিচার বিনোদন সাম্প্রতিক
শেয়ার করুন

আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে হুমায়ূন ফরিদ প্রযোজিত ও গাজী রাকায়েত পরিচালিত সিনেমা ‘মানুষটিকে দেখ’। গতকাল ২২ ডিসেম্বর, সোমবার বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি।

প্রযোজক-পরিচালকসহ ‘মানুষটিকে দেখ’ টিম

বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়েছেন প্রযোজক হুমায়ূন ফরিদ। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ! পরম করুনাময় আল্লাহ তা’য়ালার ইচ্ছায় আমাদের সিনেমা ‘মানুষটিকে দেখ (See The Person)’ আজ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড থেকে ‘আনকাট’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মামনুর রশিদ, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস প্রমুখ।

তিনি বলেন, সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা পারালাইজড (সি.আর.পি.) এর অর্থায়নে আমার গত দুই বছরের দীর্ঘ এক সিনেমাটিক জার্নিতে সব সময় পাশে ছিলেন ব্রিটিশ লেখক, প্রযোজক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। তিনি আমাদের ‘মানুষটিকে দেখ’ সিনেমার প্রোডাকশন টিমকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করেছেন। তাঁর পাশাপাশি এই সিনেমার প্রযোজক-পরিচালকের মাথার উপর ছায়া হয়ে ছিলেন মহাত্মা ভ্যালেরি এ. টেইলর। সিনেমার পরিচালক আমাদের ‘ক্যাপ্টেন অব দ্যা শিপ’ গাজী রাকায়েত ভাই একজন সৎ চলচ্চিত্রকার, একজন দার্শনিক। তাঁর সাথে আমার এখনকার সম্পর্কটি স্পিরিচুয়াল! গত দেড় বছরে তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি আমার লাইফ স্টাইলটাই বদলে দিয়েছেন।

অভিনয়শিল্পীদের একাংশ

হুমায়ূন ফরিদ আরও বলেন, সিআরপি’র নির্বাহী পরিচালক সোহরাব স্যার আমাদের সব সমস্যা হাসিমুখে সমাধান করেছেন। আমাদের যখন যেটা দরকার হয়েছে – দিয়েছেন।

এই সিনেমা বানাতে গিয়ে আমরা সিআরপি’র কতজনের যে সাহায্য নিয়েছি বা পেয়েছি – তা বলে শেষ করা যাবে না। তাঁরা গত দুই বছর ধরে পুরো হ্যাসেল-ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং আমাদের সব কাজেই পাশে ছিলেন। সিআরপি’র পুরো ম্যানেজমেন্টের কাছে আমরা চিরকৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *