আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা, ভারত, চীনের উপর পাঁচশ শতাংশ শুল্ক বসাতে পারবেন ট্রাম্প?

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

গৌতম হোড় | শময়িতা চক্রবর্তী

বুধবার আটলান্টিক মহাসাগরে দুইটি তেলের জাহাজ বাজেয়াপ্ত করলো অ্যামেরিকা। এর মধ্যে একটি জাহাজে রাশিয়ার পতাকা ছিল।

প্রায় এক সপ্তাহ ধাওয়া করার পর অ্যামেরিকার কোস্ট গার্ড এবং মার্কিন সেনার একটি বিশেষ বাহিনী আটক করার আইনি অনুমতি পত্র নিয়ে মারিনেরা নামের তেলের জাহাজটি আটক করে।

এই জাহাজটিকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল আমেরিকা। এরা রাশিয়ার একটি পতাকাও তুলে রেখেছিল। ওই অঞ্চলে রাশিয়ার একটি সাবমেরিন আছে। এই ঘটনায় রাশিয়ার সঙ্গে অ্য়ামেরিকার সম্পর্ক আরো তিক্ত হবে বলেই মনে করা হচ্ছে।

ভেনেজুয়েলার ঘটনায় অ্যামেরিকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। অন্যদিকে এম সোফিয়া নামে ভেনেজুয়েলার তেলবাহী অপর একটি জাহাজ আটক করেছে অ্যামেরিকার কোস্ট গার্ড।

শনিবার ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ওই অঞ্চলে তেল বাণিজ্য নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজকে তেল সরবরাহ করতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ট্রাম্পের প্রথম শাসনকালে ২০১৯-এ ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার বেশ কিছু থেকে ক্রমে সরে আসছে ট্রাম্প প্রশাসন।

ভারত, চীনের উপর পাঁচশ শতাংশ শুল্ক বসাতে পারবেন ট্রাম্প?

রাশিয়ার উপর আরো কড়া নিষেধাজ্ঞা জারি করা নিয়ে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের বিলকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বুধবার ট্রাম্পের সঙ্গে গ্রাহম দেখা করেন। এরপর বার্তাসংস্থা এপি-কে হোয়াইট হাউসের কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিকে সমর্থন করেছেন। গ্রাহাম দাবি করেছেন, ট্রাম্প এই বিলকে সবুজসংকেত দিয়েছেন।

এই বিলে বলা হয়েছে, কোনো দেশ রাশিয়ার তেল কিনলে তাদের উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর অধিকার প্রেসিডেন্টের থাকবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত, চীন, ব্রাজিল এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। বিলে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার অর্থ তারা যাতে সামরিক অভিযানে সাহায্য করা।

গ্রাহাম বলেছেন, এই বিল সময়োচিত। ইউক্রেন এখন শান্তির জন্য ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুটিন নিরপরাধ মানুষকে হত্যা করছেন।

মার্কিন কংগ্রেসে বিল পাস হলে ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলির উপর পাঁচশ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করতে পারবেন ট্রাম্প। ডিডাব্লিউ, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *