বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আসার প্রয়াস স্থগিত হয়েছে বলে জানা গেছে। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে আসার অ্যাম্বুলেন্সটি আপাতত ঢাকায় যাচ্ছে না।
কাতারের সহায়তায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আজ এভিয়েশন গ্রুপের পক্ষ থেকে সে অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছেন। সুত্র মতে, আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মূলত কাতার কর্তৃপক্ষ বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছিল। কেন এটি স্থগিত হয়েছে তা এখনো জানা যায়নি।

