যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিকল হয়ে গেছে সবচেয়ে বড় ব্রিটিশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরুর পর বিকল হয়ে গেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হিসেবে খ্যাত রয়্যাল নেভি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ‘এইচএমএস প্রিন্স অব ওয়েলস’। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ২৯ আগস্ট, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি যাত্রা শুরুর মাত্র একদিন পরই সাগরে বিকল হয়ে পড়েছে। ৩ বিলিয়ন পাউন্ডের যুদ্ধজাহাজটি পোর্টসমাউথ থেকে ‘ল্যান্ডমার্ক’ এভিয়েশন ট্রায়াল মিশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উদ্দেশে যাচ্ছিল।

এ ব্যাপারে রয়্যাল নেভির এক মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধজাহাজটি এখন আইল অব উইটের কাছে দক্ষিণ উপকূল অনুশীলন এলাকায় রয়েছে। কারণ রয়্যাল নেভি ‘হঠাৎ সৃষ্টি হওয়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্ত’ করছে। এর বেশি মন্তব্য করতে তারা রাজি হয়নি।এই যান্ত্রিক ত্রুটির ব্যাপারে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে প্রতিরক্ষা বিষয় নিয়ে কাজ করা অনলাইন নিউজ সাইট ‘ইউকে ডিফেন্স জার্নাল’। ওই প্রতিবেদনে স্টারবোর্ড প্রপেলার শ্যাফ্টের সমস্যার কথা উল্লেখ করা হয়।

ব্রিটেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ও ন্যাটোর ফ্ল্যাগশিপ ক্যারিয়ার ‘এইচএমএস প্রিন্স অব ওয়েলস’ এর অবশ্য বারবার সমস্যায় পতিত হওয়ার ইতিহাস রয়েছে।

এর আগে ২০২০ সালের শেষের দিকে পোর্টসমাউথের ইঞ্জিন রুমে পানি ঢুকে বৈদ্যুতিক সমস্যার কারণে বিকল হয়ে পড়ে জাহাজটি। যুদ্ধজাহাজটি যাত্রা শুরুর প্রথম দুই বছরে পাঁচ মাসের মধ্যে দুবার স্প্রিং লিক হওয়ার কারণে সমুদ্রে ৯০ দিনেরও কম সময় কাটিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *