একটু যদি । জাকির আবু জাফর
একটু যদি হাসতে পারো, হাসতে পারো নিজকে ভালোবাসতে পারো, বাসতে পারো তখন ভালোবাসবে সবাই বাসবে তোমার কথায় তোমার কাজে মিষ্টি করে হাসবে। নিজকে ভালোবাসতে পারা হৃদয় খুলে হাসতে পারা অনন্য এক গুণ বনের বুকে যেমন জ্বলে ফুটন্ত ফাল্গুন। যার হৃদয়ের স্বপ্ন মরে গেছে যার চোখে নেই আশার কোনো চিক জ্বালাও তুমি তাদের জন্য স্বপ্ন সর্বাধিক।
বিস্তারিত পড়ুন