মুক্তির সময় হামাস যোদ্ধাদের কপালে চুমু খেলেন ইসরায়েলি বন্দি

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজা থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) আরও পাঁচ ইসরায়েলি বন্দিকে ছেড়ে দিয়েছে হামাস। বন্দিদের হস্তান্তর কালে তাদের মধ্যে একজন মঞ্চে হাত নাড়তে নাড়তে দুই হামাস যোদ্ধার কপালে চুমু খাওয়ার দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, নজিরবিহীন দৃশ্যে ২২ বছর বয়সী ওমর শেম টভকে মধ্য গাজার নুসেইরাতে বন্দুকধারী মুখোশধারী হামাস সদস্যদের কপালে চুম্বন করতে দেখা গেছে। সমবেত জনতার দিকে তাকিয়ে হাসতে হাসতে ও হাত নাড়তে দেখা যায় তার সাথে থাকা বাকি দুই ইসরায়েলি বন্দিকেও।

আল জাজিরা জানিয়েছে, তাল শোহাম ও আভেরা মেনগিস্তু নামের দুই বন্দিকে আজ দক্ষিণ গাজার রাফায় একটি মঞ্চে নিয়ে যাওয়ার পর রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে আরও তিন বন্দি এলিয়া কোহেন, ওমর ওয়েনকার্ট এবং ওমর শেম টভকে মধ্য গাজাইনের নুসেইরাতে রেডক্রসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ওমর শেম টভের বাবা মালকি শেম টভ ইসরায়েলি গণমাধ্যমকে বলেছেন, ৫০৫ দিনের উদ্বেগ, ভয় ও আকাঙ্ক্ষার পর অবশেষে ছেলেকে দেশে ফিরিয়ে আনার মিশন সম্পন্ন হয়েছে।

ওমরের দাদী সারা বলেন, ওমর খুব হাসিখুশি। সে সবার সঙ্গে মিশে যায়। এমনকি হামাস…। ওরা (হামাস সদস্যরা) ওখানেও ওকে (ওমর) ভালবেসেছে।

পরসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া ৩৩ জন ইসরায়েলির মধ্যে আর ছয় জন বাকি ছিলেন। এর মধ্যে আজ শনিবার ৫ জন মুক্তি পেলেন।

ফিলিস্তিনি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, আরেক বন্দি হিশাম আল-সায়েদকে কোনো অনুষ্ঠান ছাড়াই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ২০১৫ সালের এপ্রিলে গাজায় প্রবেশের সময় ৩৭ বছর বয়সী এই ইসরায়েলিকে গাজায় প্রবেশের সময় বন্দি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *