‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাইকোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ থেকে গ্রেফতার হয়েছেন অনেকে। সিলেটে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীগণ বলছেন, নির্বিচারে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রীকে মন্ত্রীপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে। যত জায়গায় মানুষ শহিদ হয়েছেন সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে। এমন ৯দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছে।
আজ বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে যাদের আটক করা হয়, তাদেরকে নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দলকে ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা একটি মিছিল নিয়ে যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয়।
ঢাবির সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছে, পরে আমরা বসে পড়েছি।
এদিকে আইনজীবীদের মিছিলটি আদালত চত্বর ঘুরে সিএমএম কোর্টের প্রধান ফটকে এলে বিজিবি ও পুলিশের বাধার মুখে পড়ে। তখন আইনজীবীরা পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। এর আগে দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এ বিক্ষোভ মিছিলে শত শত আইনজীবী অংশ নেন।