ফিলিস্তিনকে স্মরণ করে হামজার ঈদ উদযাপন

বাংলাদেশ মধ্যপ্রাচ্য যুক্তরাজ্য সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপা জয়ের পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা চৌধুরী। দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবারের ঈদুল ফিতরেও যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন বাংলাদেশের এই ফুটবলার।

সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এ দিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সদ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া হামজা। সেখানে এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে ইনশা-আল্লাহ।’

এছাড়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উদযাপনের তিনটি ছবি দিয়েছেন হামজা। যেখানে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়ার পূর্ববর্তী মুহূর্তের একটি ছবি রয়েছে। এ ছাড়া একটি ছবিতে তাকে বেশ খোশমেজাজে এবং অপরটিতে তার হাতে একটি বিশেষ ব্রেসলেট পরিহিত দেখা যায়। কালো ফিতার সেই ব্রেসলেটে সংযুক্ত রয়েছে লকেট আকারের ছোট একটি ফিলিস্তিনি পতাকা।

দুটি ছবিতেই সেই পতাকাটি দেখা গেলেও, তৃতীয় ছবিটি তা আরও স্পষ্ট করে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য! এ ছাড়া কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতের নিচে ছিল ফিলিস্তিনের ‘কেফিয়াহ’ নামক কালো ও সাদা রঙের ঐতিহাসিক একটি স্কার্ফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *