নির্বাচনে জয়ী হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নাহিদ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে জয়ী হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি প্রধান বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস— এবারের নির্বাচনে আমরা জয়ী হবো। তবে এই নির্বাচনই শেষ নয়… আমাদের লক্ষ্য আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি ধরে রাখা।’

নাহিদ ইসলাম বুধবার এএফপিকে সাক্ষাৎকার দেন গতকাল শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। নাহিদ ইসলাম মনে করেন, তাঁরা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন, যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, ‘কেউই জানতেন না, একটি অভ্যুত্থান হবে। তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচনই পৃথিবীর শেষ নয়…আমাদের লক্ষ্য হলো এই শক্তিটাকে আরও ৫০ বা ১০০ বা বেশি বছর টিকিয়ে রাখা।’

গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি। গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তাঁর নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির।

বাংলাদেশে সুদূরপ্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন, সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা।’ তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *