গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলা, হতাহত ৬৫

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গাজায় ফিলিস্তিনি আশ্রয়শিবিরে ইসরায়েলের নির্মম বিমান হামলায় ৬৫ জন হতাহত হয়েছেন বলে জানা গেছে। খান ইউনিসের কাছে ওই আশ্রয়শিবিরের তাঁবুতে ফিলিস্তিনিরা ছিলেন। সেখানেই অন্তত চারটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করে বলে আবাসিক ও চিকিৎসকরা জানিয়েছেন। এই জায়গাটি ঘোষিত মানবিক এলাকা। এখানে আশ্রয়হারা ফিলিস্তিনিরা আছেন, যাদের অন্য জায়গা থেকে যুদ্ধের কারণে পালিয়ে আসতে হয়েছে।

গাজা সিভিল এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, অন্ততপক্ষে ২০টি তাঁবুতে আগুন ধরে যায়। যে জায়গায় ক্ষেপণাস্ত্রগুলি আঘাত করে, সেখানে ৩০ ফুটের গর্ত হয়ে গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে হামাসের সঙ্গে যুক্ত শেহাব বার্তা সংস্থা জানিয়েছিল, ৪০ জন ফিলিস্তিনি মারা গেছেন।

গাজার সিভিল এমার্জেন্সির এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের দলের সদস্যরা মৃতদেহগুলিকে সরিয়ে নেয়ার কাজে ব্যস্ত। তারা আহতদেরও সরিয়ে নিয়ে যাচ্ছেন। তবে কিছু মানুষ হয়ত এখনো ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদের খোঁজ চলছে। আবাসিকরা জানিয়েছেন, অ্যাম্বুলেন্সে করে দেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখনো তারা ইসরায়েলি জেটের আওয়াজ শুনতে পাচ্ছেন।

গাজার ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় সকলেই অন্তত একবার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেকে তো ১০ বার পালিয়েছেন। গাজার স্বাস্থ্য দপ্তরের মতে, গতবছর সাত অক্টোবর থেকে ইসরায়েলের আক্রমণে ৪০ হাজার নয়শ মানুষ মারা গেছেন। – ডিডাব্লিউ, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *